চির ঘুমের দেশে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ মারিয়া ব্রানিয়াস। ২০২৩ সালে ১১৯ বছর বয়সী লুসিল রেন্ডনের মৃত্যুর পরে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর।
মারিয়া ব্রানিয়াসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট অনুসারে, মঙ্গলবার তিনি প্রয়াত হয়েছেন। একাধিক সূত্র জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারিয়া ব্রানিয়াস ১১৭ বছর বয়সে একটি স্প্যানিশ নার্সিং হোমে মারা যান। এছাড়াও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি বিবৃতি নিশ্চিত করেছে যে তিনি ১১৭ বছর ১৬৮ দিন বয়সে প্রয়াত হয়েছেন।
যদিও, তাঁর মৃত্যু দিন নিয়ে সামান্য বিভ্রান্তি রয়েছে। GWR জানিয়েছে যে, তিনি সোমবার মারা গিয়েছেন। গিনেশ ওয়াল্ড রেকর্ডস অনুযায়ী , “মারিয়া স্পেনের কাতালোনিয়ার নার্সিং হোমে শান্তিপূর্ণভাবে মারা গেছেন, যেখানে তিনি গত দুই দশক ধরে বসবাস করেছিলেন।”
প্রসঙ্গত, ১৯০৭ সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মের পর মারিয়া ব্রানিয়াসের পরিবার টেক্সাস এবং নিউ অরলিন্সে চলে আসে। ১৯১৫ সালে, পরিবারটি প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে তাদের জন্মস্থান স্পেনে ফিরে আসে। তাঁর বাবা সমুদ্র যাত্রার শেষের দিকে যক্ষ্মা রোগে মারা যান এবং তার মৃতদেহ সমুদ্রেই সমাহিত করার উদ্দেশ্যে ভাসিয়ে দেওয়া হয়। মারিয়া ব্রানিয়াস সাত বছর বয়স হতেই সপরিবারে তাঁদের বাসস্থান আরেকবার পাল্টে ফেলেন। তিনি তার মায়ের সাথে কাতালোনিয়াতে চলে যান, যেখানে তিনি তাঁর বাকি জীবন কাটিয়েছিলেন।