জেলা

দুয়ারে সরকার ক্যাম্পে টেবিল উল্টে দিল তৃণমূল নেতা

‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আধার কার্ড ও রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজে নিযুক্ত কর্মীরা হেনস্থা হলেন স্থানীয় তৃণমূল নেতার কাছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগরে।

ঘটনার সূত্রপাত একটি ফ্যান নিয়ে। অশোকনগরের ১১ নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি সংস্থার কর্মীরা  যখন সংযুক্তিকরণের কাজ করছিলেন সেই সময় ওখানের ফ্যানটি বন্ধ হয়ে যায়। ফলে প্রচণ্ড গরমে কাজ করা অসম্ভব হয়ে ওঠে। ওই যুবকেরা ঘটনাটি  অশোকনগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অনুপ রায়কে জানায়। তিনি এই পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতে বলেন। এদিকে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পরিষেবা না পাওয়ায় ক্ষোভে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও অভিযোগ করেন অনুপ বাবুকে।

ওই কর্মীরা অভিযোগ করেন যে নিজে তাঁদের কাজ বন্ধ রাখতে বলা স্বত্ত্বেও স্থানীয়দের অভিযোগ পেয়েই অনুপ বাবু তাঁদের উপর চড়াও হন। গালিগালাজ থেকে শুরু করে কলার ধরে ধাক্কা সবই চলে। এমনকি টেবিলও উল্টে দেন। ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েওঠে এলাকা। অশোকনগর পুরসভার মুখ্য প্রশাসক উৎপল তালুকদারকে ঘটনাটি জানান হয়। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অনুপ রায়। তিনি বলেন, “আমি ওদের কাজ বন্ধ করতে বারণ করেছিলাম কিন্তু ওরা কথা শোনেনি। আমি প্রতিবাদ করায় এখন মিথ্যে অভিযোগ করছে।”