কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

শুক্রবার থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন

আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনের দিন ঠিক হয়েছে আপাতত। তবে অধিবেশন হবে কেবল চার দিন। ২৪ নভেম্বর শুক্রবার। তার পর শনি-রবি ছুটি। সোমবার গুরু পূর্ণিমার ছুটি হওয়ায় অধিবেশন বসবে না। ফলে তার পরে আবার অধিবেশন চলবে ২৮, ২৯ এবং ৩০ নভেম্বর।

বিধানসভার অধিবেশনে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে বলল তৃণমূল। আসন্ন বিধানসভা অধিবেশন থেকেই বিধায়কদের হাজিরার বিষয়টি বাধ্যতামূলক করতে চলেছে তারা। চলতি সপ্তাহের শেষেই বসছে রাজ্যের বিধানসভা অধিবেশন। তার আগে তৃণমূলের বিজনেস অ্যাডভাইসরির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

বুধবারের বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্পিকার। তিনি জানিয়েছেন, এই চার দিনে বিধানসভায় আলোচনার মূল বিষয়বস্তু হবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি। ২৮ তারিখ সংবিধান দিবস উপলক্ষে সংবিধান নিয়েই আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।২৯ তারিখ বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিল পেশ করা হবে বিধানসভায়। তা নিয়েও আলোচনা হবে।

৩০ নভেম্বর মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে বিল আনা হবে বিধানসভায় এবং এ বিষয়ে কম আলোচনা হবে। তবে ৩০ তারিখের পরও বিধানসভার অধিবেশন চলবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বুধবার অর্থাৎ ২৯ নভেম্বর। বিজনেস অ্যাডভাইসরির বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্পিকার।