রাজ্য লিড নিউজ

আবহাওয়া পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় জানালো হাওয়া অফিস

রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশঃ ঊর্ধ্বমুখী। খুব জমিয়ে শীত পড়ার আগেই আবার উধাও হয়ে গেছে শীতের আমেজ। শীত প্রিয় বাঙালির শীত উপভোগে বাধা হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শীতের প্রভাব কমলেও শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে কুয়াশার প্রভাব রয়েছে ব্যাপক ভাবে। আগামী ২৪ঘন্টায় নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকার পর বেলারদিকে তাপমাত্রা বাড়বে।

আসলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকেই আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হতে চলেছে রাজ্যে। জানা গিয়েছে, সোমবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে । এমনকি, শিলা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা ও পার্বত্য এলাকায়। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩°বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩° বেশি। তবে আগামী কাল ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার ফলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের ভাব থাকলেও জমিয়ে শীত উপভোগ এর মজা থেকে আবারো বঞ্চিত শীতপ্রিয় বাঙালি।