ব্রেকিং নিউজ রাজ্য

ঋতু পরিবর্তনের মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বছরের শুরু থেকে বৃষ্টির ভ্রুকুটি যেন লেগেই রয়েছে এ রাজ্যে।আবারও পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ পশ্চিমবঙ্গের উপরে এসে অবস্থান করছে।যার প্রভাবে আজ সারাদিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা।এছাড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রী সেলসিয়াস এর কাছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।তবে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।