নিম্নচাপের জের কাটিয়ে ক্রমশ পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। রাজ্যজুড়ে হেমন্তের মনোরম পরিবেশ থাকবে আগামী বেশ কয়েকদিন। ফলে রাতের তাপমাত্রা কমবে। তবে সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শুক্রবারের পর এই মনোরম আবহাওয়ার পরিবর্তন হতে পারে মনে করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমায় ভোরের দিকে শীতের আমেজ ফিরবে। পাশাপাশি থাকবে ঘন কুয়াশাও। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে এবং আরব সাগরে আরো একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টি হতে পারে।
প্রায় ছ’দিন পর কলকাতায় স্বাভাবিকের নীচে নামল তাপমাত্রা। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৪৭ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী তিন-চার দিনে স্বাভাবিক এর নিচেই থাকবে রাতের তাপমাত্রা। তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গ।