ইউক্রেন -রাশিয়া যুদ্ধের আবহে এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইজরায়েলী যুদ্ধবিমানের হানায় কার্যত ধ্বংস সিরিয়ার দামাস্কাস বিমানবন্দর। চলতি বছরে এই নিয়ে এটি সিরিয়ার উপর সপ্তম ইজরায়েলী আক্রমণ। শুক্রবার মধ্যরাতে আচমকাই সিরিয়ার দামাস্কাজ বিমানবন্দরে হানা চালায় ইসরায়েলী বিমান বাহিনী। বিমান হানায় সিরিয়ার সেনাবাহিনীর ৫ সৈনিক মৃত। দামাস্কাজ বিমানবন্দর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিগত প্রায় চার দশক ধরে লেবাননে সরকার চালাচ্ছে ইরানের মদত পুষ্ট শিয়া মিলিশিয়া হেজবোল্লা সংগঠন। নির্বাচিত ভাবে নয়, কার্যত দখলদারি করেই সিরিয়া দখলে রেখেছে হেজবোল্লা।
ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাত দীর্ঘ যুগের। ২০২১ সালে সেই সংঘাত আরো ভয়াবহ আকার নেয়। জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রথম সংঘাতে শুরু হয়। সেই সংঘাত ক্রমে ক্রমে যুদ্ধের আকৃতি নেয়। ১১ দিন ধরে চলে প্যালেস্টাইনের জিহাদী সংগঠন হামাস এবং ইসরায়েলী সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ ।যার পরিণতিতে প্রায় ২৭০ জন প্যালেস্তানির মৃত্যু হয়।
যুদ্ধের পরেই পটভূমিতে আসে পরিবর্তন। ২০২১ সালে হেজবোল্লা ও প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস গোপনে হাত মেলায়। হেজবোল্লার প্রধান হাসান নাসুরুল্লাহুর সঙ্গে হাত মেলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়েহ। দুই পক্ষই গোপনে বৈঠক করে লেবাননের প্রেসিডেন্ট মিছিল আউল ও স্পিকার নাবিহো বেররির সঙ্গে। তারপর থেকে ক্রমাগত চোরা গোপ্তা আক্রমণ শানাচ্ছিল হামাস ইজরায়েলে।