খেলাধুলা

প্রতীক্ষার অবসান! আইপিএলে আরও দুই ফ্র্যাঞ্চাইজি

নতুন দু’টি দলের নাম যুক্ত হল আইপিএলের সঙ্গে। আগামী মরশুম থেকে পুরনো আট দলের সঙ্গে খেলবে আরও দুই দল আহমেদাবাদ এবং লখনউ। রবিবার দুবাইয়ের অভিজাত হোটেলে টেন্ডার খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন দুই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ৭০৯০ কোটির বিনিময়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ দল কিনেছে গোয়েঙ্কার কোম্পানি। অন্যদিকে CVC ক্যাপিটালস ৫২০০ কোটি দিয়ে পেল আহমেদাবাদকে। আগামী মরশুমে ১০টি দল খেলবে মোট ৭৪টি ম্যাচ।

বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা দারুণ খুশি। আমাদের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করাটাই আমাদের কাজ।’