খেলাধুলা ব্রেকিং নিউজ

অপেক্ষার অবসান! ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার

দিনের পর দিন অধীর অপেক্ষায় ছিলেন ভক্তরা। চোট সারিয়ে কবে ফিরবেন নেইমার —এই প্রশ্নের উত্তরটি শেষ পর্যন্ত মিলল সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল আইনের বিপক্ষে।

গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তাঁর মাঠে ফেরার প্রক্রিয়া। তারপর থেকেই শুরু হয় ‘কাউন্ট ডাউন।’ অবশেষে ৩৬৯ দিন পর ঘুচল সেই অপেক্ষা। আল আইনের মাঠে আল হিলালের ৫-৪ গোলে জয়ের ম্যাচে নেইমারের মাঠে ফেরাই সম্ভবত সবচেয়ে বড় খবর।

আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামের গ্যালারিতে মেয়ে মাভিকে নিয়ে অপেক্ষায় ছিলেন ব্রুনা বিয়ানকার্দি। পারিবারিক সঙ্গী ছিলেন আরও দুজন। ম্যাচের ৭৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। আল হিলাল মিডফিল্ডার নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার। হাসি ফুটল তাঁর প্রেমিকা বিয়ানকার্দির মুখে। পৃথিবীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেইমারের সব ভক্তদের মুখেও একই হাসি অনূদিত হওয়ার কথা। এক বছরের বেশি সময় পর মাঠে নামলেন নেইমার। অপেক্ষা ঘোচার সেই হাসিতে স্বস্তিই তো বেশি।

বেঞ্চ থেকে মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার হাতে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে যোগ করা ১৬ মিনিট সময়েও একটি গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। সেটি কাজে লাগাতে না পারলেও তাঁর মাঠে ফেরাটাই বড় স্বস্তি হবে ভক্তদের জন্য।

নেইমার নিজেও এই ফেরার দিন গুনেছেন। সেটি বোঝা গেল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টেই, “এই অনুভূতিটা আবারও জেগে ওঠায় ভালো লাগছে। ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগাটা দারুণ…আশা করি স্বাস্থ্যকর প্রত্যাবর্তন হবে।”