বিদ্যুতের নানান সমস্যা নিয়ে স্মারক লিপি দিলো বাঘমুন্ডি বিদ্যুৎ দপ্তরে। গত কয়েকমাস ধরে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের চারটি অঞ্চল তুন্তুরি-সুইসা, বুড়দা-কালিমাটি, সেরংডি ও বিরগ্রাম অঞ্চলের গ্রাম গুলিতে বিদ্যুতের নানা সমস্যায় নাজেহাল এলাকার বাসিন্দারা। লো-ভোল্টেজ, সারা দিন রাত বিদ্যুৎ না থাকা এখন প্রতিদিনের সমস্যা। এই অঞ্চলগুলির বাসিন্দারা বহুবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বুধবার এই চারটি অঞ্চলের সর্ব সাধারনের প্রতিনিধি হয়ে কোভিড বিধি মেনে কয়েকজন বাসিন্দা মিলে বাঘমুন্ডি বিদ্যুৎ দপ্তরে প্রতিনিধি মুলক সাক্ষাৎকারের মাধ্যমে স্মারক লিপি তুলে দিলেন স্টেশন ম্যানেজারের হাতে।
সাংবাদিকরা বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার কারণ জানতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন,” প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুতের নানান সমস্যা দেখা দিয়েছে গ্রামগুলিতে। আমরা খবর পেয়ে যথারীতি বিদ্যুৎ কর্মীদের পাঠিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করি। আজকে সেই গ্রামগুলি থেকে আমাদের দপ্তরে আবেদন জানিয়েছে। এবং তাঁদের সঙ্গে বসে গুরুত্বপূর্ণ আলোচনাও হলো। আগামীদিন যাতে সেই গ্রামগুলির বিদ্যুৎ পরিষেবা আরও ভালো ভাবে করা যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।”
এদিন বুড়দা-কালিমাটি অঞ্চল থেকে আসা ধীরেন চন্দ্র গোঁরাই বলেন,”আজকে আমাদের বিদ্যুৎ সমস্যাভুক্ত অঞ্চলগুলির থেকে এলাকার মানুষের প্রতিনিধি হয়ে কয়েকজন ব্যক্তি মিলে বাঘমুন্ডি বিদ্যুৎ দপ্তরে স্মারক লিপি দেওয়া হলো। পাশাপাশি স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনাও হলো। বহুবার আবেদন জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। তাই এই মাসের মধ্যে যদি এই গ্রামগুলিতে বিদ্যুৎ পরিষেবা ঠিক মতো মেলে তাহলে ভালো, নাহলে পরবর্তী দিনে এই অঞ্চলগুলি থেকে সমস্ত বাসিন্দারা বড়ো ধরণের আন্দোলনের পথে নামবে।”
আজকে সেই অঞ্চল গুলি থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ধীরেন চন্দ্র গরাই ও মনসা মাছুয়ার (বুড়দা-কালিমাটি অঞ্চল), রাধু মাহাত ও ভক্তি দাস (তুন্তুরি সুইসা অঞ্চল) প্রতাপ গরাই ও বিজয় গরাই (সেরেংডি অঞ্চল ), মৃতুঞ্জয় বাবু (বিরগ্রাম অঞ্চল ) অন্যান্য দের মধ্যে গৌতম গরাই, পরিক্ষীৎ মাছুয়ার সহ আরো অন্যান্য অনেকেই।
বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া