নেই কোন জল নিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। দীর্ঘদিন ধরে প্রতিকার না হওয়ায় পুরুলিয়া মানবাজার ১নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলকিডি গ্রামে মানবাজার – বান্দোয়ান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ করেন গ্রামবাসীরা। এর ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গ্রামবাসীদের অভিযোগ মানবাজার বান্দোয়ান রাস্তার গোলকিডি গ্রামের কাছে রাস্তার উপর প্রায় দিনই জল জমে থাকে বর্ষাকালে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাদের অভিযোগ এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
এদিন সকাল থেকে গ্রামের পুরুষ ও মহিলারা রাস্তা অবরোধ করে নিকাশি নালার দাবিতে বিক্ষোভ দেখান। প্রায় দুঘন্টা ধরে অবরোধ চলে। পরে মানবাজার ১ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র গিয়ে জল নিকাশি ব্যবস্থার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া