আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মার্কিন নৌবহরে হামলার প্রস্তুতি চিনের

সম্প্রতি, মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা ‘Maxar Technologies’-এর তোলা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। রবিবার প্রকাশ্যে আশা ওই ছবিগুলিতে দেখা যাচ্ছে, আমেরিকার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা যুদ্ধবিমানবাহী রণতরীর আদলে তৈরি খাঁচায় হামলার প্রস্তুতি নিচ্ছে লালফৌজের যুদ্ধবিমানগুলি।

শিনশিয়াং প্রদেশের মরুভূমিতে এই কার্যকলাপ চালাচ্ছে কমিউনিস্ট এই দেশ। ফলত আগামীদিনে আমেরিকার সঙ্গে সংঘাতের জন্য নিজেকে যে তৈরি করছে চিন তা ভীষণভাবে পরিষ্কার।

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সমুদ্রপথে বিশ্বের যে কোনও জায়গায় পৌঁছে যেতে সক্ষম ইউএসএস নিমিৎজের মতো মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীগুলি। কারণ সেগুলি আণবিক শক্তিতে চলে। ওই জাহাজগুলিতে রয়েছে এফ-১৮ সুপার হর্নেটের মতো বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান। ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চিন সাগরে চিনের আতঙ্কের কারণ ওই জাহাজগুলি। তাই মার্কিন নৌবহরকে ধ্বংস করার পথ খুঁজছে লালফৌজ।