বাংলায় সুষ্ঠভাবে লোকসভা নির্বাচন করাতে তৎপর নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এবার একেবারে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন।
লোকসভা ভোটের ঠিক আগে পঞ্চায়েত ভোটে হিংসার খোঁজখবর নিতে শুরু করল তারা। রাজ্যে কোথায় কোথায় হিংসার ছড়িয়েছিল, কোন বিধানসভা এলাকায় কীভাবে ভোট হয়েছিল, এসব জানতে রিপোর্ট তলব করল কমিশন৷
ভোট পরবর্তী হিংসা মামলায় গোটা রাজ্যে প্রায় ৫০ জনকে নোটিস ধরাতে পারে এই কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে পরেশ পাল, শওকত মোল্লা, অভিজিৎ সিংহের মতো নেতাদেরও নামও থাকতে পারে বলে খবর।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। তার আগে সবকটি জেলা প্রশাসনকে পঞ্চায়েত ভোটের রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।