একটি বালি বোঝাই লরি বসিরহাট সংগ্রামপুর এলাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ইছামতি ব্রিজ রেজিস্ট্রি অফিস রবীন্দ্র ভবন এলাকায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে ওভারলোডিং বালি বোঝাই ট্রাক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে সজরে ধাক্কা মারে।
এরপর পালানোর জন্য গতিবেগ বাড়িয়ে ছুটতে থাকে বালি বোঝাই ট্রাক। বসিরহাট ৭২ নম্বর বাস স্ট্যান্ডের কাছে পুলিশ ও সিভিক পুলিশের যৌথ উদ্যোগে বালি বোঝাই ট্রাকটি আটক করা হয়। এই ঘটনায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বালি বোঝাই ট্রাকের চালক জিয়ারুল মন্ডল। গাড়ি থেকে নেমে এসে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সাথে দুর্ব্যবহার করতে থাকে। তারপর এই ঘটনার জেরে উত্তেজনা তৈরী হয়।
বসিরহাট থানার পুলিশ বালি বোঝাই ট্রাক ও গাড়ির চালক জিয়ারুল মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার এস এন মজুমদার রোডের রবীন্দ্র ভবন এলাকায়।
ওভারলোডিং বালি বোঝাই ট্রাক,তারপর ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দ্রুত গতি – এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার প্রণব মন্ডলকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।