মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বসিরহাটের দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সহ বসিরহাটের তৃণমূল নেতৃত্ব।
আজ, বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংয়ের কাছে মুখ্যমন্ত্রীর নামে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্ব। তাঁদের কথায়, একজন বাঙালি মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে যেভাবে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং পরিবার-পরিচয় নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন সমগ্র মহিলা জাতিকে তিনি অপমান করেছেন। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মন্তব্য তিনি করেছেন তার প্রেক্ষিতে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন “বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন, এটা হয় নাকি?” তাঁর এই মন্তব্য নিয়ে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।