দেশ ব্রেকিং নিউজ

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দাগ কাটতে মাটি শক্ত করতে ব্যস্ত তৃণমূল

এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে নতুন বছরের শুরুতেই ত্রিপুরায় যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, মমতা-অভিষেকের সফরের আগেই রাজ্যে ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটি জোর কদমে ভোটের প্রস্তুতি চালাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানান, “ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই ত্রিপুরায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই জনসভা হবে। আলাদাভাবে সংবাদমাধ্যমের মুখোমুখিও হবেন তৃণমূল নেত্রী। এরপরেই রবীন্দ্র ভবনে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে সভা করবেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে তাঁদের যাবতীয় নির্দেশিকা দেওয়া হবে।”

ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয়ের পর ত্রিপুরার সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে।