কিছুদিন আগেই চালু হয়েছে শিয়ালদহ মেট্রো। তাতে অনেকটাই উপকৃত হয়েছে শহরবাসী। বেশিদিনও নেই দুর্গাপুজোর। আর এই উৎসব মরশুমে চালু হচ্ছে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমান বন্দর পর্যন্ত মেট্রো রুটের ট্রায়াল রান। যা কলকাতাবাসীর কাছে একটা সুখবর বলা যেতেই পারে। জানা গিয়েছে, আজ শনিবারই এই রুটের মেট্রো ট্রায়াল রান শুরু হচ্ছে।
সূত্রের খবর, একটি নন এসি মেট্রো রেককে নিয়ে আসা হয়েছে ট্রায়াল এর জন্যে। শনিবার বেলা ১১ টা থেকে শুরু হবে ট্রায়াল। প্রথমে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত চলানো হবে এই মেট্রো। এখনও অবধি যা জানা যাচ্ছে টানা এক মাস ধরে চালানো হবে এই ট্রায়াল। তারপরই উদ্বোধন করা হবে এই মেট্রোর।
উল্লেখ্য, কলকাতা মেট্রো যেভাবে পুরো কলকাতা জুড়ে মেট্রো সম্প্রসারণের কাজ শুরু করেছে, তাতে শহরবাসী অনেকটাই উপকৃত হচ্ছেন। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই রুটের মেট্রো চালু হয়ে গেলে মানুষ খুব সহজেই বিমানবন্দরে পৌঁছে দিতে পারবেন।
You must be logged in to post a comment.