ব্রেকিং নিউজ স্বাস্থ্য

আগামীকাল থেকে কলকাতায় কোভ্যাক্সিন এর ট্রায়াল শুরু

আগামীকাল বুধবার থেকে কলকাতায় করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। কোভ্যাক্সিন এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হওয়ার কথা কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেড (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস)-এ। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমও স্বেচ্ছাসেবকদের মধ্যে থাকতে পারেন। করোনার টিকা নিতে তিনি তৈরি বলে জানিয়েছেন নাইসেড কর্তৃপক্ষকে। তাঁর শরীরিক পরীক্ষায় কো-মর্বিডিটি পাওয়া যায়নি। ফলে টিকা পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে, তাঁর শারীরিক সমস্যা না হওয়ারই কথা।

নাইসেড সূত্রে খবর, এক হাজার জনের উপরে চলবে টিকার পরীক্ষা-নিরীক্ষা। টিকা দেওয়া হবে এক একটি দলে ভাগ করে। আবার কোনও দলকে টিকার বদলে দেওয়া হবে প্লাসিবো (‌স্যালাইন ওয়াটার)‌। এভাবেই পর্যবেক্ষণ একবছর ধরে চলবে। যাঁরা এই পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন, তাঁরা অঙ্গীকারপত্রে দেওয়া ঠিকানা ছেড়ে কোথাও যেতে পারবেন না। নাইসেড নিয়মিত তাঁদের খোঁজ নেবে। এমন কী গবেষকরা বাড়িতে গিয়েও পর্যবেক্ষণ করবেন।