দেশ লিড নিউজ

মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু ৬ জনের!

রাতে ঘুমনোর সময় মশার ধূপ জ্বেলে ঘুমিয়েছিল গোটা পরিবার। সদস্যদের মধ্যে ছিল এক সদ্যোজাত শিশু। শুক্রবার সকালে সেই বাড়িতেই মর্মান্তিক কাণ্ড। নয়াদিল্লির শাস্ত্রী পার্ক এলাকার একটি বাড়িতে ৬ জনেরই ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, মশার ধূপের ধোঁয়ায় ঘরে গ্যাস চেম্বার হয়ে মৃত্যু হয়েছে প্রত্যেকের।

অনেক সময়ই অনেকে ঘরে সারারাত মশার কয়েল জ্বালিয়ে রেখে ঘুমান। তাহলে এই পরিবারের এমন পরিণতি কেন হল? পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মশার কয়েল বিছানার উপরেও পড়ে গিয়েছিল। আর তার থেকেই বিষাক্ত ধোঁয়া গলগল করে বেরিয়ে আসতে থাকে। সেই কারণেই প্রথমে ওই ঘরের লোকজন জ্ঞান হারান এবং পরে মৃত্যু হয় তাঁদের।

উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের ছয় সদস্য দরজা ও জানলা বন্ধ করে ঘরে মশার ধূপ জ্বালিয়েছিলেন। তাঁরা ঘুমিয়ে পড়লেও ধূপ নেভানো হয়নি। আর সেই ধূপের ধোঁয়াতেই ভরে যায় গোটা ঘর। ঘুমের মধ্যে ক্রমাগত কার্বন ডাই-অক্সাইড শরীরে যাওয়ার ফলে দমবন্ধ হয়ে প্রাণ হারান ছ’জন।

স্থানীয় সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে দেখে, বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। তখনই ঘর থেকে মোট ৯জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আরও দু’জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।