করোনার কাঁটা কাটিয়ে এবছর ফের জাঁকজমকভাবে আয়োজন করা হল বাংলাদেশের সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব৷ আর এই রাস উৎসবকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে।
উদ্যোক্তারা জানান, দুবলার চরের এই ঐতিহ্যবাহী রাস উৎসব চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। মিথ অনুযায়ী, কার্তিক মাসে রাস উৎসবের পুণ্য তিথিতে বঙ্গোপসাগরের চর আলোরকোল এলাকায় ভরা কোটালের জোয়ারের জলে স্নান করলে পাপমুক্ত হওয়া যায়৷ যুগ যুগ ধরে চলে আসা সনাতন ধর্মালম্বীদের এমনই বিশ্বাস। তাই তারা এখানে যোগস্নান করতে আসেন৷
জানা গেছে, এদিন সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা পূজা-আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তবে জীব বৈচিত্র্যের উপর যাতে কোনও প্রভাব না পড়ে, সেজন্য এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উৎসবকে ঘিরে মেলার আয়োজনও থাকছে না এবছর।
প্রায় ১০০ বছর ধরে চলে আসা সনাতন ধর্মালম্বীদের এই উৎসব করোনার কারণে গত দুবছর তাঁর জৌলুশ হারিয়েছিল৷ করোনার চোখ রাঙানিতে ভক্ত আর দর্শনার্থীদের সুন্দরবনে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বেশকয়েক দফা নির্দেশিকাও জারি করা হয়েছিল। তবে, বিধিনিষেধ শিথিল হতেই উৎসবে যেন প্রাণ ফিরে এসেছে৷ ভক্ত আর পূর্ন্যার্থীরা রওনা দিয়েছেন দুবলা চরের উদ্দেশ্যে৷
প্রতিবছর এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্ধ লক্ষাধিক মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন৷ পুণ্যস্নানে নিরাপদ যাতায়াতে তীর্থযাত্রীদের জন্য সুন্দরবনের পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে।