বিনোদন ব্রেকিং নিউজ

মুক্তি পেল ‘শেহজাদা’ ছবির টাইটেল ট্র্যাক

কার্তিক আরিয়ান অভিনীত ‘শেহজাদা’ ছবির টাইটেল ট্র্যাক এবার প্রকাশ্যে। সোনু নিগমের গলায় শোনা গেল ছবির টাইটেল ট্র্যাক। গানটিতে সুর দিয়েছেন প্রীতম। ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়ে গিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘শেহজাদা’।

সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া ‘শেহজাদা’র টাইটেল ট্র্যাকটি পোস্ট করেছেন। নেট দুনিয়ায় টাইটেল ট্র্যাকটি মুক্তি পেতেই নেটিজেনদের কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘শেহজাদার টাইটেল ট্র্যাকটি অসাধারণ লাগল। কী সুন্দর গান। আবার কেউ লিখেছেন সোনু নিগম অসাধারণ একজন শিল্পী। যদিও ‘শেহজাদা’ ছবির প্রতিটা গানই নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘শেহজাদা’ ছবিটি মূলত তেলুগু ছবি ‘আলা বৈকুন্ঠপুরামুলু’র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। এই ছবি হাত ধরেই প্রথমবার অ্যাকশন স্টার অবতারে দেখা যাবে কার্তিককে।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। ট্রেলারে অ্যাকশন করতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে।