একসময় বলিউড তারকাদের অন্যতম প্রধান এক মুখ ছিল তনুশ্রী দত্ত। একাধিক বলিউড ছবিতে চুটিয়ে অভিনয় করেন তিনি। তবে বিগত কিছুদিন ধরে সেভাবে রুপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে। সম্প্রতি কয়েকদিন ধরেই বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানিয়েছেন, কিছু বলিউড মাফিয়া তাঁকে প্রাণে মারতে চাইছে এবং একাধিকবার তাঁর ওপর হামলাও চালানো হয়েছে।
অভিনেত্রী জানান, খুব বাজে ভাবে হয়রান ও নিশানা করা হচ্ছে তাঁকে। এই পোস্ট করে তিনি সাহায্য চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, ২০১৮ সালে মি-টু মুভমেন্টের সময় থেকেই বলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্বের দিকে আঙুল তুলেছিলেন তনুশ্রী। তাঁদের মধ্যে আছে নানা পাটেকর ও গনেশ আচার্যের মতো ব্যক্তিরাও। তারপর থেকেই অভিনেত্রীকে নাকি প্রাণে মেরে ফেলতে চাইছে বলিপাড়ার ‘মাফিয়া গ্যাং’।
তিনি জানান, প্রথমে বলিউডে তাঁর কাজ এবং পরে তাঁর পার্সোনাল জীবনে আক্রমন চালানো হয়। কখনও তাঁর খাবারে কিছু মেশান হয় কখনো আবার গাড়ির ব্রেক ফেল করিয়ে দেওয়া হয়।
নায়িকা জানিয়েছেন, এত কিছুর পরেও তিনি ভেঙে পড়েননি। যাই হয়ে যাক না কেন, তিনি কোনোদিন নিজের প্রাণনাশ করবেন না।তনুশ্রী তাঁর ওপর হওয়া হামলার জন্য বলিউডের ‘মাফিয়া গ্যাং’ এবং মহারাষ্ট্রের রাজনৈতিক সার্কিটের সঙ্গে জড়িত ব্যক্তিরা জড়িত বলেই তিনি সন্দেহ প্রকাশ করেন। এছাড়াও ‘মি টু’ মুভমেন্টের সময় তিনি যাঁদের দিকে আঙুল তুলেছিলেন, তাদেরও সন্দেহের তালিকায় রেখেছেন অভিনেত্রী।