আন্তর্জাতিক

তৃতীয়বার অস্থায়ী যুদ্ধবিরতি

অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।তৃতীয়বারের জন্য। সোমবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় অসামরিক বাসিন্দাদের শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অস্থায়ী যুদ্ধবিরতি। রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ইউক্রেনের মরিউপোল ,খারকিভ, কিয়েভ, সুমিতে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান। সেই অনুরোধকে সম্মান দিতেই রাশিয়া সরকারের এই অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা।

পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে, অসামরিক বাসিন্দাদের স্থানান্তরিতকরণের পুরো বিষয়টি বিমানের মাধ্যমে পর্যবেক্ষণ করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। শুধু ইউক্রেনের অসামরিক নাগরিক নয় বিদেশি নাগরিকদেরও যুদ্ধক্ষেত্র থেকে সরানো সুনিশ্চিত করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে পুতিন বাহিনী।

আজ ১৩ দিনে পদার্পণ করল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । যুদ্ধ শুরুর ১৩ দিনের মাথায় নিহত হয়েছেন কমপক্ষে  ৩৬৭ জন সাধারণ মানুষ। আহতের সংখ্যা  ছাড়িয়েছে ১০০০। যদিও জাতিসংঘের এই পরিসংখ্যান আরো বেশি হতে পারে।

২৪ শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল রাশিয়া তারপর থেকেই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৮ টি দেশ রাশিয়ার উপরে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বিভিন্ন ব্যাংকিং সংস্থা তাদের নেট ব্যাঙ্কিং সহ এটিএম পরিষেবা বন্ধ করে দেয়। ফলে রাশিয়ার অভ্যন্তরেও নেমে আসে  অর্থনৈতিক বিপর্যয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হারাতে অন্য পন্থা অবলম্বন করছে রাশিয়া। সিরিয়ার বিশেষভাবে প্রশিক্ষিত আরবান ফাইটার বাহিনীকে কাজে লাগাতে চলেছে রাশিয়া। আপাতত যে কোন পন্থা অবলম্বন করে ইউক্রেন দখল করতে মরিয়া পুতিন।