দেশ ব্রেকিং নিউজ

কড়া নিরাপত্তায় চলছে তৃতীয় দফা লোকসভা নির্বাচন

দেশজুড়ে শুরু তৃতীয় দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গ সহ ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩ টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এই ৯৩ টি আসনের জন্য ১৩০০ বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের চারটি আসন- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে। তৃতীয় দফায় মালদহ উত্তরে বিজেপির হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম। মালদহ দক্ষিণ বিজেপির হয়ে লড়ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূলের হয়ে লড়ছেন শাহনওয়াজ আলি রেইহান। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। জঙ্গিপুরে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ খলিলুর রহমান। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষকে। কংগ্রেসের হয়ে লড়ছেন মহম্মদ মোর্তাজা হোসেন। মুর্শিদাবাদে তৃণমূল হয়ে লড়ছেন আবু তাহের খান। বিজেপির হয়ে লড়ছেন গৌরীশঙ্কর ঘোষ। সিপিএমের হয়ে লড়ছেন মহম্মদ সেলিম।

সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকেই মুর্শিদাবাদ, মালদা, ডোমকলে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। মুর্শিদাবাদের ২৫৪ এবং ২৫৫ নম্বর বুথে বাম এজেন্টের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ তৃণমূল। অন্যদিকে, ভোট শুরুর আগেই বোমাবাজির অভিযোগ মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস সমর্থকের বাড়ির লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী।