রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশ মেনে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রাখা হয়েছে সিসি ক্যামেরা। মঙ্গলবার কলকাতা পুরসভার ফলপ্রকাশ করা হবু। সে কারনেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলিকে। বর্তমানে ইভিএমগুলি রাখা রয়েছে একাধিক স্ট্রং রুমে।
কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের সঙ্গে মোতায়েন রয়েছে লাঠিধারী পুলিশ। প্রতিটি গণনাকেন্দ্রেই থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সোমবার থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, ভোট গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিশকর্মী। যার মধ্যে রয়েছেন ১ হাজার আধিকারিক। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। এছাড়া নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৮টা থেকে ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা শুরু হবে। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রেই ৭টি টেবিলে হবে গণনা। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল রিটার্নিং অফিসার। গণনাকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না কাউন্টিং এজেন্টরা। শেষ হাসি কে হাসবে? তা জানার অপেক্ষা শেষ হবে রাত পোহালেই।