ফের বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন দিল্লি হাইকোর্টে। মঙ্গলবার আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে জেলেই থাকতে হবে তাঁকে।
আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে তিনি এখনই ছাড়া পাচ্ছেন না। কেজরিওয়ালকে ইতিমধ্যেই কিংপিন বলে অভিহিত করেছে ইডি। তিহার জেলে ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে থাকতে হবে বলে জানিয়ে দিল আদালত।
মঙ্গলবার ফের ইডির গ্রেপ্তারির বিপক্ষে সওয়াল করে কেজরিওয়ালের আইনজীবী। তবে আদালত একবাক্যে তা খারিজ করে দেয়। ইডির পক্ষ থেকে বলা হয় জেরায় সহযোগিতা করছেন না কেজরিওয়াল। ইডির দাবি, আবগারি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় ১০০ কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। পাশাপাশি গোয়ায় যারা আপ-এর প্রার্থী হয়েছিলেন তাঁদের দলের তরফে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ভোটে লড়ার জন্য।
এই বিষয়ে দিল্লি হাইকোর্ট মনে করছে, ইডি এই সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ আদালতে পেশ করতে পরেছে। তাই এই গ্রেফতারিকে বেআইনি বলা যাবে না।