ব্রেকিং নিউজ রাজ্য

বাড়বে তাপমাত্রা!! বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে। এবছরের মতো বিদায় নিয়েছে শীত। বেশ গরম পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যে। তবে,উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে। মার্চেও ভ্যাপসা গরম পড়বে রাজ্যে। তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পূর্বাভাস বলছে, শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

পূর্বাভাস বলছে, দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমেও। শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে।