বড়দিন থেকে বর্ষবরণের মাঝে শীত কার্যত উধাও হবে জানিয়েছে হাওয়া অফিস। আজ স্বাভাবিক এর নিচেই রয়েছে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও জাঁকিয়ে শীত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ জেলায় জেলায় জারি শৈত্যপ্রবাহ, পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠাণ্ডাতে জুবুথুবু জেলাবাসী।
জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর তাতেই বাড়বে তাপমাত্রা। একদিন পর থেকেই শীত কমতে শুরু করবে, বাড়বে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
জাঁকিয়ে শীত বড়দিনে নয় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে শীতের আমেজ থাকবে। শুক্রবার ও রবিবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসায় বাধা পাবে উত্তুরে হাওয়া। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা । ডিসেম্বরেই স্বাভাবিক এর ওপরে যেতে পারে তাপমাত্রা ।
পৌষের শুরুতেই কাঁপিয়ে শীত অনুভব করেছে বঙ্গবাসী। আজ, কলকাতায় পরিষ্কার আকাশ। সকালেই জমিয়ে শীতের আমেজ অনুভব করেছে শহরবাসী। পাশাপাশি সকালে এবং রাতে বেড়েছে কুয়াশার দাপট। উত্তরবঙ্গে আরও কম তাপমাত্রা। অবাধ উত্তুরে হাওয়া। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারনে বাড়বে তাপমাত্রা। অনেকটাই কমবে শীত। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আরও নামবে তাপমাত্রা।