দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। শহরজুড়ে পারদ পতন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। শুকনো হচ্ছে আবহাওয়া। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। চলতি সপ্তাহের মধ্যেই কনকনে ঠান্ডা পড়বে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। মেঘের পরত কাটিয়ে বঙ্গে ঢুকছে শীত৷ অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকে রোদের তেমন তেজ নেই। নিম্নচাপের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চুটিয়ে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৮২ শতাংশ।
পূর্বাভাস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।