রাজ্যে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। মার্চেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। দোলের দিন সকাল থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। মার্চেও রেহাই নেই ভ্যাপসা গরমের হাত থেকে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর,মার্চের শেষের দিকেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। তবে, ১০ মার্চ পর্যন্ত দেশের কোনও জায়গাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮০ শতাংশ।
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি থাকার সম্ভাবনা। এদিকে,উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।