অমাবস্যার অন্ধকার কখনও কামাথিপুরাকে ঢেকে দিতে পারে না। কামাথিপুরায় থাকেন গাঙ্গুবাই। এমনই মন্তব্য দিয়ে টিজার শুরু হয় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির’। গাঙ্গুবাইতে আলিয়াকে দেখে চমকে যাবেন দর্শকরা। গাঙ্গুবাই কামাথিপুরার যৌনপল্লী গড়ে তোলেন। তার কথা ছাড়া সেখানে যেমন সূর্যের উদয় হয় না, তেমনি সেখানে পাখি ডাকতে গেলেও গাঙ্গুবাইয়ের অনুমতি নিতে হয়। কামাথিপুরাকে হাতিয়ার করেই গাঙ্গুবাই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে ক্ষমতার অলিন্দে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেন, সঞ্জয় লীলা বনশালির ছবিতে সেই গল্পই তুলে ধরা হয়েছে। আগামী ৩০ জুলাই গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি মুক্তি পাবে।
টিজার মুক্তি পাওয়ার আগে প্রকাশ্যে আসে সঞ্জয় লীলা বনশালির সিনেমার পোস্টার। তখন থেকেই দর্শকদের মধ্যে জোরদার জল্পনা শুরু হয়। অবশেষে সিনেমার টিজার মুক্তি পাওয়ায় অন্তর্জালে তা ভাইরাল হয়ে যায়। আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন ছবির পোস্টার। প্রসঙ্গত লকডাউনের জেরে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-র শ্যুটিং বন্ধ হয়ে যায়। এমনকী, লকডাউন শুরু হওয়ার পর প্রথমে এই সিনেমার সেট তৈরি করেও তা ভেঙে ফেলেন বনশালি। লকডাউন ওঠার পর থেকে আলিয়া জোর কদমে শ্যুটিং শুরু করেন। অতিরিক্ত কাজের চাপে অসুস্থও হয়ে পড়েন তিনি। যার জেরে অভিনেত্রীকে হাসপাতালেও ভর্তি করা হয়।