জেলা ব্রেকিং নিউজ

‘সেক্স টয়’ কিনতে গিয়ে প্রতারণার খপ্পরে শিক্ষক, খোয়ালেন ৩৭ লক্ষ টাকা

কিনতে চেয়েছিলেন একটি পুতুল কিন্তু তার বিনিময়ে যে ঘটি-বাটি বেচতে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক!

একটি সেক্স টয় কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়লেন রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকপবা এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষক। খোয়ালেন ৩৭ লক্ষ টাকা।

জানা গেছে, ওই প্রাক্তন শিক্ষক একটি সেক্স টয় কিনতে চেয়েছিলেন। কিন্তু কয়েক দফায় তাঁর কাছ থেকে মোট ৩৭ লাখ টাকা নেওয়া হলেও তিনি সেক্স টয় পাননি। অতঃপর পুতুল না পেয়ে থানায় অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক শিলিগুড়ির হংকং মার্কেটের একটি দোকানে সেক্স টয় কিনতে গেলে দোকানদার তাকে জানায়, প্রথমত, পুতুলটির অনেক দাম এবং দ্বিতীয়ত, পুতুলটি বিদেশ থেকে আনাতে হবে। তাই ১ লক্ষ টাকা অগ্রিম দিলে তারা পুতুলটি বিদেশ থেকে আনিয়ে দেবেন। প্রস্তাবে রাজি হয়ে যান ওই প্রাক্তন শিক্ষক এবং আগাম টাকাও দেন। এরপর শুরু হয় আসল প্রতারণার খেলা।

দোকানদার ওই শিক্ষককে জানায়, পুতুলটি তার বাড়িতে ডেলিভারি দিতে গেলে আমবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে ডেলিভারি বয় ধরা পড়েছে। পুলিশি জেরার মুখে ডেলিভারি বয় শিক্ষকের নাম বলে দিয়েছে। তাই পুলিশকে আটকাতে টাকা দিতে হবে। নইলে পুলিশ প্রাক্তন শিক্ষককে গ্রেফতার করবে। এর পর দফায় দফায় প্রায় ৩৭ লক্ষ টাকা দেন ওই শিক্ষক। এমনকি টাকা মেটাতে নিজের জমি পর্যন্ত বিক্রি করতে হয় ওই প্রাক্তন প্রধান শিক্ষককে। অবশেষে আর টাকা দিতে না পেরে রাজগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত নেমে রাজগঞ্জ থানারপুলিশ পবন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। খবর, তিনি জলপাইগুড়ির একটি ডান্স বারের মালিক। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।