দেশ ব্রেকিং নিউজ

বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস, চাকরি হারালেন শিক্ষিকা

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে। বিশ্বকাপে যা এই  প্রথমবার। পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হোয়াটস অ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন রাজস্থানের এক স্কুলের শিক্ষিকা। সেকারণেই বরখাস্ত করা হল ওই শিক্ষিকাকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে।
রবিবার পাকিস্তান ভারতকে হারানোর পরেই নাফিসা আটারি নামের শিক্ষিকা হোয়াটসঅ্যাপে একটি স্টেটাস দেন। সেখানে পাকিস্তানের দুই ওপেনারকে ব্যাট করতে দেখা যাচ্ছে টিভির পর্দায়। ক্যাপশন দিয়ে লেখেন, ‘আমরা জিতেছি।’ আর তার দেখে নাফিসার এক সহকর্মী জানতে চান, তিনি পাক সমর্থক কিনা। নাফিসা সম্মতি প্রকাশ করেন।এরপর সেই স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়। বিতর্ক শুরু হয়। তারপরই  নীরজা মোদি স্কুল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাফিসাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
উল্লেখ্য, জাতীয় দলের প্রাক্তন তারকা ও বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর টুইট করে লিখেছেন, ভারতে থেকেও যাঁরা পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত তাঁরা কেউ ভারতীয় নন।