দীর্ঘ কুড়ি বছর পর আফগানিস্তান দখল করে একাধিক নিয়ম জারি করেছে তালিবানরা। আফগানদের জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। মূলতঃ নারীদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে তালিবানরা। আর্থিক পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক পরিস্থিতি নষ্ট হয়েছে, যে কারণে আন্তর্জাতিক মহলে বারবার সমালোচিত হয়েছে তারা।
ফের চাঞ্চল্যকর নির্দেশ জারি করেছে তালিবান। বিদেশি মুদ্রার ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে তারা।
জানা গিয়েছে, গোটা আফগানিস্তান জুড়ে বিদেশি মুদ্রা ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।ইতিমধ্যেই সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। পাশাপাশি তালিবান ঘোষণা করেছে, তাদের নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, গোটা আফগানিস্তান জুড়ে যে কোনও লেনদেন হবে আফগানি টাকাতেই। দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ বিদেশি মুদ্রা ব্যবহার না করে।
আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকাজুড়ে মার্কিন ডলার এবং পাকিস্তানি মুদ্রা দ্বারা লেনদেনের চল ছিল। কিন্তু এখন সেই সব কিছু বন্ধ করে দিচ্ছে তালিবান। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে আফগানিস্তান প্রচন্ডভাবে আর্থিক সংকটের মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষ বাড়ির আসবাবপত্র শুরু করে যাবতীয় জিনিস বিক্রি করে দিচ্ছে জলের দরে। মনে করা হচ্ছে, আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত নিয়েছে তালিবান।