ব্রেকিং নিউজ রাজ্য

এক হাজার টাকার বন্ডে জামিন রূপার

এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন পেলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় বুধবার রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেছিলেন রূপা। বৃহস্পতিবার সকালে বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদকে গ্রেফতার করেছিল পুলিশ। লাল গাড়িতে চড়িয়ে তাঁকে বাঁশদ্রোণী থেকে লালবাজারে আনা হয়েছিল এদিন সকালেই। দুপুর গড়ালে অভিনেত্রীকে আলিপুর আদালতে হাজির করানো হয়। তাঁকে জামিন দেয় আলিপুর আদালত। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতার নতুন সিপি মনোজ পন্থের যুক্তি, অভিনেত্রী থানার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন বলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল।

উল্লেখ্য,বুধবার সকালে কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্র পড়তে যাওয়ার সময় সেখানে রাস্তা সারাইয়ের কাজ করা একটি জেসিবি অতর্কিতে সেই ছাত্রকে ধাক্কা মারে। জেসিবির ধাক্কায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি। রক্তাক্ত অবস্থায় তাঁকে তৎক্ষনাত হাসপাতালে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই অশান্তির সূত্রপাত।

বাঁশদ্রোণী থানার পুলিশের বিরুদ্ধে বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলির অভিযোগ, জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনার মূল অভিযুক্তদের পুলিশ পালাতে সাহায্য করেছে। এই নিয়ে বুধবার রাত থেকে বাঁশদ্রোণী থানার সামনে ধর্নায় বসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে রূপাকে গ্রেফতার করে পুলিশ।