থেমে নেই উত্সব, চলছে শোভাযাত্রা। অথচ ৬০ শতাংশ লোকের মুখে নেই মাস্ক। মুখের নিচে রয়েছে ৩০ শতাংশ লোকের মাস্ক। এই বক্তব্য সুপ্রিম কোর্টের। করোনা প্রতিরোধের জন্য নানারকম নীতি ও আচরণবিধি থাকা সত্ত্বেও তা ঠিকঠাক পালন করা হচ্ছে না। তাই প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। ঠিকমত ব্যবস্থা না নিলে বিফলে যাবে সব প্রচেষ্টা। এখন কোভিড আক্রান্ত প্রথম চারটি রাজ্যের নাম মহারাষ্ট্র, কেরালা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ।
সম্পর্কিত খবর
কেন্দ্র–টুইটারকে সুপ্রিম নোটিস
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ভুয়ো খবর রুখতে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র তাও জানতে চাওয়া হয়েছে। গুজব রোখার জন্য কেন্দ্র ও টুইটারকে ধরানো হল নোটিস।
বাস্তবের সঙ্গে ফারাক সরকারি পরিষেবা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সরকার যা বলছে , বাস্তবে কি তা হচ্ছে । অ্যাম্বুলেন্সের দাবি মতো টাকা দিতে না পারায় এক সাত মাসের শিশু ও নয় বছরের করোনা আক্রান্ত পজেটিভ শিশুকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হল।
প্রধান বিচারপতি এনভি রমনা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এসএ বোবদে। এই মুহূর্তে বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে বর্তমান প্রধান বিচারপতি এসএ বোবদের পরেই এনভি রমনার জায়গা।