কামদুনিকাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইডি। কামদুনিকাণ্ডে এখনই কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নোটিশ জারি করে সব পক্ষের জবাব তলব করেছে শীর্ষ আদালত। তারপরই এই মামলার পরবর্তী শুনানি হবে।
সোমবার বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তিনি শীর্ষ আদালকে জানানা, কামদুনি নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া রায় স্থগিত না করলে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কিন্তু কপিল সিব্বালের এই যুক্তি গ্রহণ করেনি শীর্ষ আদালত।
কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায় আসার পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকার। সেই মতো এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ে বেঞ্চে এই মামলার উল্লেখ করেছে রাজ্য। স্পেশাল লিভ পিটিনশ দাখিল করা হয় শীর্ষ আদালতে। কিন্তু কামদুনিকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কার মুখে রাজ্য সরকার ও প্রতিবাদীরা।