দেশ ব্রেকিং নিউজ

সুপ্রিম রায়, দিল্লির প্রশাসনিক ক্ষমতার নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতেই থাকবে

দিল্লির কোনও প্রশাসনিক বিষয়ে শেষ কথা বলবে দিল্লির রাজ্য সরকার বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। যা কেজরিওয়াল সরকারের বড় জয় বলেই দেখছে রাজনৈতিক মহল। এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, সমস্ত প্রশাসনিক ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ থাকবে দিল্লি সরকারেরই। তবে জমি, পুলিশ ও রাজ্যের আইন-শৃঙ্খলা দেখবে দেশের স্বরাষ্ট্র দফতর। বাকি প্রশাসনিক কাজে শেষ কথা বলবে দিল্লি সরকার এবং লেফটেন্যান্ট গভর্নরকে দিল্লি সরকারের সমস্ত সিদ্ধান্ত মেনে চলতে হবে।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে। শীর্ষ আদালতে এই বেঞ্চ জানিয়েছে, দিল্লির বিধানসভা ও নির্বাচিত সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের কোনও ক্ষমতা নেই লেফটেন্যান্ট গভর্নরের। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, অন্যান্য রাজ্যের মতোই দিল্লির সরকার। আর লেফটেন্যান্ট দিল্লি সরকারের পরামর্শ মেনে চলতে হবে। এছাড়াও শীর্ষ আদালত জানিয়েছে, গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রকৃত প্রশাসনিক ক্ষমতা অবশ্যই নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত।

এর আগে এই বিষয় সংক্রান্ত অচল অবস্থা কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি সরকার। কেন্দ্র এনসিটি আইন সংশোধন করার পরে আপ-এর নেতৃত্বাধীন দিল্লি সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ করার জন্য আদালতে আবেদন করে দিল্লির সরকার।