ব্রেকিং নিউজ রাজ্য

আন্দোলন প্রত্যাহারের অনুরোধ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে মঙ্গলবারের বিশেষ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই মামলার স্টেটাস রিপোর্ট সরাসরি শীর্ষ আদালতের কাছে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিন, সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে, আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানায় সুপ্রিম কোর্ট। কিন্তু বিক্ষোভকারীরা পরিষ্কার জানিয়েছেন, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি জারি থাকবে। তাঁদের অনুমান এই ঘটনার নেপথ্যে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। তাই যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়বেন ততক্ষণ আন্দোলন চলবে।

মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আরজি কর মামলার শুনানিতে বসেছিল। আর কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় প্রথম শুনানিতেই বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায়, কেন একটা সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য আলাদা বিশ্রামের জায়গা নেই। একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সে থাকবেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকেরা। একইসঙ্গে এমনকি আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিল দেশের সর্বোচ্চ আদালত।