দেশ ব্রেকিং নিউজ

কুতুবমিনার চত্বরে পুজো করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

কুতুবমিনার চত্বরে পুজো করার আবেদন চেয়ে মামলার নিষ্পত্তি হল আজ। কয়েক দশক ধরে মামলা চলার পর আজ সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর অন্তর্গত কুতুব মিনার হল ইঁটের তৈরি মিনারের মধ্যে বিশ্বের দীর্ঘতম মিনার। যার দৈর্ঘ্য ৭২.৫ মিটার। ৩৭৯টি ঘোরানো সিঁড়ি রয়েছে এই মিনারে।

অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেওয়ার পর থেকেই একের পর এক মুসলিম স্থাপত্য নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে কাশী-মথুরার শ্রীকৃষ্ণ এর জন্মভূমিতে অবস্থিত মসজিদ নিয়ে আদালতে মামলা হয়। কেন্দ্রীয় সরকারকে কুতুব মিনার চত্বরের মধ্যে অবস্থিত মন্দিরের পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করার নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে পিটিশনে।

এবার দিল্লির সিগনেচার ইসলামিক স্থাপত্য কুতুব মিনার চত্বরে পুজো করার আবেদন চেয়ে মামলা করেন আইন‌জীবী বিষ্ণু এস জৈন‌। দায়ের করা মামলার আবেদনে দাবি করা হয়েছে, ওই অঞ্চলে আগে হিন্দু ও জৈনদের মন্দির ছিল। সেই মন্দিরগুলিতে যে দেবদেবীদের পুজো হত, তাঁদের বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করা হোক। এখানে মোট ২৭টি মন্দির ছিল। জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল তার মধ্যে অন্যতম। এছাড়াও ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দিরও ছিল।

সুপ্রিম কোর্টের বিচারপতি নেহা শর্মা বলেন, ”ভারতের সাংস্কৃতিক ইতিহাস খুবই সমৃদ্ধ। অতীতে যে অনেক ভুল, অন্যায় হয়েছে সে কথা কেউ অস্বীকার করছে না। কিন্তু অতীতের ভুলভ্রান্তির উপর ভিত্তি করে দেশের বর্তমান ও ভবিষ্যতের শান্তি তো নষ্ট করা যায় না।”