ব্রেকিং নিউজ রাজ্য

ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

লোকসভা নির্বাচনের মাঝেই বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট যাচাই করার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, নির্বাচন কমিশনকে ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে ইভিএমে দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনকে। তাছাড়াও দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের অনুরোধে ইভিএমের পুড়ে যাওয়া মাইক্রোকন্ট্রোলার খতিয়ে দেখতে পারেন ইঞ্জিনিয়াররা। তবে খরচ বহন করতে হবে প্রার্থীদের। ইভিএমের কারচুপি ধরা পড়লে প্রার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।

সূত্রের খবর, লোকসভা নির্বাচন চলাকালীনই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে পড়া ভোটের সঙ্গে জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে এই মামলার শুনানি চলছিল। এ দিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে রায় দেওয়া হয়। ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দেওয়া হয়।