আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। ফলে মিলছে না পর্যাপ্ত পরিষেবা। এসবের মধ্যেই মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে শুরু হয় আরজিকর মামলার শুনানি।
BBপ্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানির জন্য উঠছে আরজিকরের মামলা। এদিন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের নিরাপত্তা প্রসঙ্গে এদিন তিনি বলেন, আরজিকরের ঘটনা শুধুমাত্র একটি খুনের মামলা নয়। গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়। তরুণ চিকিৎসক, ইন্টার্ন, বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও ডিউটি রুম নেই। সুরক্ষার জন্য একটা প্রোটোকল তৈরি হওয়া উচিত। সুরক্ষিত কর্মস্থল তৈরি করা দরকার। মহিলারা যদি কর্মস্থলে যেতে না পারেন, তাহলে সমতা বলে কিছু থাকবে না। শুধু খাতায়-কলমে থাকলে হবে না, এমন প্রোটোকল তৈরি করতে হবে। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের নিয়ে গঠন করা হবে ওই টাস্ক ফোর্স।