নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং এবং আর মহাদেভন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতিকে নিযুক্ত করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালে।
প্রসঙ্গত, বিচারপতি এন কোটিশ্বর সিং জম্মু ও কাশ্মীর হাইকোর্ট এবং লাদাখের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। আর মহাদেভন ছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি।