ব্রেকিং নিউজ রাজ্য

ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগে ক্লাস বয়কট পড়ুয়াদের, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে বেধড়ক মারধর। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শাস্তি দাবিতে স্কুল বয়কট করল পড়ুয়ারা। ঘটনা পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত মেটালা জুনিয়র হাই স্কুলের।

সূত্রের খবর, স্কুলের এক ছাত্রের ব্যাগ থেকে ১০০ টাকা চুরি হয়ে যাওয়ায় স্কুলের শিক্ষক আনন্দ মান্ডির কাছে অভিযোগ জানায় ওই ছাত্র। চুরির শাস্তি দিতেই এরপর ওই শিক্ষক স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদেরকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে আহত ২ পড়ুয়া। ঘটনার পর ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকরা আদ্রা থানায় শিক্ষক আনন্দ মান্ডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

তাদের অভিযোগ, ওই শিক্ষক প্রায়শই স্কুলে নেশাগ্রস্ত অবস্থায় আসেন। পড়ুয়াদের সাথে তার ব্যবহারও ঠিক নয়। এমনকি, স্কুল পড়ুয়াদের একাংশের অভিযোগ এদিন বিনা কারনে তাদেরকে মারধর করেছেন আনন্দ মান্ডি। প্রতিবাদ করলে আরো মারধর করবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন ওই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। একই দাবিতে ক্লাস বয়কট করে স্কুল পড়ুয়ারা। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

এবিষয়ে ওই স্কুল শিক্ষক আনন্দ মান্ডি মারধর করার কথা স্বীকার করে নেন। তিনি ফোনে জানিয়েছেন, সেদিন স্কুলে তিনি একমাত্র উপস্থিত ছিলেন। সব ক্লাসের দায়িত্ব ছিল তাঁর উপরেই। তাই দুষ্টুমি করার জন্য সামান্য মারধর করা হয়েছিল, এর বেশি কিছু নয়।