খুব শীঘ্রই উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রীরা সরকারি স্কুটি চড়ে কলেজে যেতে পারবেন। অসমের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা জানিয়েছেন।
আজ সোমবার জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. শর্মা উচ্চ মাধ্যমিকে প্ৰথম বিভাগে উত্তীৰ্ণ ছাত্ৰীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খুব শীঘ্রই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি স্কুটি নিয়ে কৃতী ছাত্রীরা কলেজে যেতে পারবেন। বাজেটে ঘোষণা অনুযায়ী রাজ্যের প্ৰথম বিভাগে উত্তীৰ্ণ সকল ছাত্ৰীকে স্কুটি দেওয়া হবে।
তিনি বলেন, ডিসেম্বর মাসের কোনও একদিন ২০২০-২১ শিক্ষাবৰ্ষে কৃতী ছাত্রীদের স্কুটি বিতরণ করা হবে। সঙ্গে মন্ত্ৰী জানান, ২০১৮-১৯-এর বাজেটে রাজ্যের পাঁচ হাজার কৃতী ছাত্ৰীকে সরকার স্কুটি দেবে। জানুয়ারি-ফেব্ৰুয়ারির যে কোনও দিন এই সকল পাঁচ হাজার কৃতী ছাত্ৰীদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে। তিনি জানান, প্ৰথমাবস্থায় ২০২০-২১ বৰ্ষের ২২,০০০ ছাত্ৰী পাবেন এই স্কুটি। পরবৰ্তী দফায় ২০১৯-২০ বৰ্ষের ১০,০০০ ছাত্ৰীকেও বাজেট অনুযায়ী স্কুটি প্ৰদান করা হবে।