রাজ্য লিড নিউজ

স্কুল ফি বাকি, আদায় করতে সন্ধ্যা অবধি আটকে রাখা হল ছাত্রকে

বাকি থাকা স্কুল ফি আদায় করতে অমানবিক পন্থা অবলম্বন করল স্কুল কর্তৃপক্ষ। স্কুল ছুটির পর সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হল ছাত্রকে। ঘটনায় থানার দ্বারস্থ পরিবার।

হিন্দমোটরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস সিক্সের এক ছাত্রকে ফি জমা করতে না পারায় আটকে রাখা হয় বলে অভিযোগ। স্কুল ছুটি হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় ছাত্রের। অভিভাবকরা পুল কার চালকের কাছ থেকে জানতে পারেন, স্কুলের অন্য বাচ্চাদের ছেড়ে দিলেও স্কুলে আটকে রাখা হয় ওই ছাত্রকে।

ছাত্রের বাবা ভিকি সাচদেওয়া উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরে দেখেন, স্কুল থেকে তিনজন তার ছেলেকে বাড়িতে দিতে এসেছে।এরপর ওই তিনজনকে আটকে রাখে ছাত্রের পরিবার। বলা হয়, পুলিশ এলে তবে ছাড়া হবে তাদেরকে। ছাত্রের বাবা জানান, তার ছেলের গত আগস্ট মাস থেকে ফি বাকি। গতকাল স্কুল থেকে ফোন করা হয়েছিল তাকে। তিনি জানিয়েছিলেন, নভেম্বরের শেষে মিটিয়ে দেবেন। তারপরও ছেলেকে আটকে রাখা হল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলকর্মী জানান, প্রিন্সিপাল ফোন করে অভিভাবকের সঙ্গে কথা বলেছেন। এরপর ছাত্রকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে ছাত্রের প্রতি স্কুলের এই অমানবিক আচরণের নিন্দায় সরব সবমহল।