উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। RG Kar -এ চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর আন্দোলনের ৪০ দিন অতিক্রান্ত। কিন্তু, বিচারের দাবিতে এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা।
মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আরও আলোচনা চান তাঁরা। সেই আলোচনা যতক্ষণ না হচ্ছে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ জারি থাকবে কর্মবিরতি। কাজে ফিরতে চেয়ে এবার আরও কয়েক দফা জুড়লেন আন্দোলনকারীরা। আরও এক দফা আলোচনা চাইছেন তাঁরা। এবার আরও কয়েক দফা দাবি নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ফের ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। শুধু মুখ্যসচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা।
আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, “আমাদের ইমেল নিয়ে সরকারের তরফে কী উত্তর আসে, তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।” জুনিয়র চিকিৎসকদের দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন।
আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সদার্থক আলোচনা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্যসচিবকে এখনও সরানো হয়নি বলে দাবি জুনিয়র ডাক্তারদের।