পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি, কৃষক আত্মহত্যা সহ ১২ দফা দাবি নিয়ে আজ ও আগামীকাল বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি দেশজুড়ে সাধারন ধর্মঘটের ডাক দেয়। তবে ধর্মঘটের প্রথম দিনে সেভাবে প্রভাব সেইভাবে পড়ল না বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে।
আজ বসিরহাট শহরে বেশিরভাগ দোকান পাট খোলা থাকতে দেখা গেল। অন্যদিকে নদীমাতৃক সুন্দরবন এলাকায় প্রত্যেক দিনের মতোই আজও খেয়া পারাপার স্বাভাবিক রয়েছে।
পাশাপাশি ভারতের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে আমদানি-রপ্তানি প্রত্যেক দিনের মতো আজ নির্ধারিত সময়ে চালু রয়েছে। অপরদিকে কলকাতা-বাসন্তী হাইওয়েতে অন্য পাঁচটা দিনের মতো যান চলাচল স্বাভাবিক রয়েছে। বসিরহাট মহকুমার দশটি ব্লকে ছোট-বড় পরিবহন ব্যবস্থা প্রত্যেক দিনের মতোই আজ স্বাভাবিক রয়েছে।
বসিরহাট মহকুমার অন্তর্গত টাকি কেন্দ্র প্রত্যেক দিনের মতো আজও খোলা রয়েছে। সেখানে পর্যটকরা রয়েছেন। দীর্ঘ দুই বছর করোনা মহামারী লকডাউন এর জন্য মানুষ একদিকে যেমন ঘরবন্দি ছিল, অন্যদিকে অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন। তারপর কর্মনাশা ধর্মঘট মানুষের কাছে আরও অভিশাপ বলে অনেকেই মনে করছেন। তাই সপ্তাহের প্রথম দিন বনধকে উপেক্ষা করেই সাধারণ মানুষকে নিজ নিজ কর্মে স্বাভাবিক থাকতে দেখা গেল।