লিভ ইন রিলেশনশিপের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘সহবাসে’। ৩ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে সিনেমার অভিনয় শিল্পীদের এক ঝলক দেখা গেছে। পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ইশা সাহা ও অনুভব কাঞ্জিলালের প্রেম দেখা গেছে।
‘সহবাস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ঝগড়া, দুঃখ, অভিমান, কান্না, পাগলামি, মারামারি, এমনকী প্রেম পর্যন্ত হতে পারে।’ ট্রেলারের শুরুতেই এমন সতর্কবার্তা দেয়া হয়েছে। সিনেমায় টুসি চরিত্রে অভিনয় করেছেন ইশা। আর অনুভবকে নীল চরিত্রে দেখা যাবে।
গল্পে দেখা যাইয়, একসঙ্গে একই ফ্ল্যাটে থাকতে শুরু করেছে ইশা ও নীল। বাড়ি, অফিস এমনকি বন্ধুদের অনেকেই তা জানে না। লিভ ইন রিলেশনশিপের শুরুটা বিয়ের মতোই মধুর সম্পর্কের হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অশান্তি শুরু হয়। সম্পর্কের মধ্যে কালো মেঘ নেমে আসে।
সবমিলিয়ে পরিচালক অঞ্জন কাঞ্জিলাল আধুনিক জীবনের নানান কাহিনী পর্দায় তুলে ধরেছেন। ইশা-অনুভব ছাড়াও পর্দায় দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, তুলিকা বসু, দেবলীনা দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তীকে। ১২ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।