বউয়ের সাজে যাঁদের নেহা কক্করকে দেখার সাধ ছিল, এবার তাঁদের সে আশা পূর্ণ হলো। সাত দিনব্যাপী মহাধুমধামে বিয়ে সারলেন হিন্দি সিনেমার জনপ্রিয় প্লেব্যাক শিল্পী নেহা। বর বয়সে সাত বছরের ছোট, উচ্চতায় এক ফুট লম্বা। কনে ৪ ফুট ১০ ইঞ্চি, বর ৫ ফুট ১০ ইঞ্চি। নাম রোহান প্রীত সিং হলেও নেহা আদর করে ডাকেন রেহু। তিনি পাঞ্জাবি, গান গান। মিডিয়া এই জুটির নাম দিয়েছে ‘নেহুপ্রীত’। নেহা আর রোহানের নামটা পছন্দও হয়েছে। নিজেরা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হ্যাশটাগে জুড়ে দিচ্ছেন এই নাম। বিয়ের একটা বড় অংশের খরচ হয় বিয়ের পোশাকে। অথচ মজার ব্যাপার হলো, নেহা আর রোহানের গায়েহলুদ, বিয়ে, সংবর্ধনার জুয়েলারি কিনতে হয়নি বললেই চলে। সবই এসেছে প্রতিষ্ঠিত সব ফ্যাশন ব্র্যান্ড থেকে।
বিয়ে-পরবর্তী সংবর্ধনার বেশ কয়েকটা ছবি পোস্ট করে নেহা লিখেছেন, ‘সবার সাধ থাকে, জীবনে একবার হলেও “সব্যসাচী”র ডিজাইন করা পোশাক গায়ে চাপানোর। আর এই পোশাকটি সব্যসাচী নিজে বিয়েতে আমাদের উপহার দিয়েছেন। আজ অন্য অনেকের মতো আমারও সেই স্বপ্ন সত্যি হলো।’ নেহা কক্কর আর রোহান প্রীত সিংয়ের বিয়ে বিনোদন ইন্ডাস্ট্রিতে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে ইনস্টাগ্রামে নিজের একটি নতুন নাম রেখেছেন নেহা। নেহা কক্কর নামের পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছেন, ‘মিসেস সিং’।
আনুষ্ঠানিকভাবে কনে দেখা, বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরানো, মেহেদি রাত, গায়েহলুদ, মালাবদল, বিয়ের আনুষ্ঠানিকতা, বিয়ে-পরবর্তী অনুষ্ঠান—এসবে যেন ক্লান্তি নেই নেহার। শত শত ক্যামেরার হাজারো ক্লিকে তাঁর হাসিমুখ ধরা পড়ছে।
নেহা নিজের বিয়েতে নিজেই গেয়েছেন, নেচেছেন। আর সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামের দেয়ালে পোস্ট করেছেন। বিয়ের রাতে চলেছে নাচ-গানের অনুষ্ঠান। বর-কনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গভীর রাত পর্যন্ত সেই আয়োজন উপভোগ করেছেন।
নেহা জীবনসঙ্গী নিয়ে নিজের গানে নাচতেও ভোলেননি। এবার সংসার শুরুর পালা। অসংখ্য বলিউড তারকা এই দম্পতির নতুন জীবনে শুভকামনা জানিয়েছেন। রণবীর কাপুর-আলিয়া ভাট, আলী ফজল-রিচা চাড্যা, বরুণ ধাওয়ান-নাতাশা দালালকে পেছনে ফেলে করোনাকালের লকডাউন পেরিয়ে সবার আগে এই জুটি তাদের বিয়ে সারলেন।